সংবাদ সংস্থা মুম্বই: বহু বছর ধরেই বলিউডে দাপিয়ে রাজত্ব করছেন তিনি। ৬০ বছর বয়সেও বলিউডের প্রথম তিন জনপ্রিয় তারকার মধ্যে একজন তিনি, তিনি, আমির খান। তবে আমিরের বলিউডের যাত্রাপথের শুরুটা কিন্তু মোটেই মোলায়েম ছিল না। আমিরের প্রথম ছবি ‘কয়ামত সে কয়ামত তক’ বক্স অফিসে দুরন্ত সফল হওয়ার পর প্রথম ‘বড়সড় বিপদ’ নেমে এসেছিল তাঁর জীবনে। আর তার জেরে রোজ রাতে নিজের ঘরে বসে অঝোরে কাঁদতেন আমির! 

 

 

সম্প্রতি, নিজেই সেই ঘটনার কথা ফাঁস করেছেন ‘দঙ্গল’-এর নায়ক। আমির জানান, তাঁর প্রথম ছবি জনপ্রিয় হতেই প্রযোজকদের লাইন পড়ে গিয়েছিল তাঁর বাড়িতে। ৩০০-৪০০ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। অভিনেতার কথায়, “অথচ তখন স্রেফ একটি ছবি করেছি। ইন্ডাস্ট্রি, ছবি সম্পর্কে গভীর ধারণা নেই। খানিক হাঁকপাঁক-ই করছিলাম। সেই সময়ে চল ছিল হিন্দি ছবির তারকারা একসঙ্গে ৩০-৫০ টি ছবির শুটিং করতেন পরপর। একইদিনে তিন শিফটেও কাজ করতেন তিনটি আলাদা ছবির! অনিল কাপুর ছবি বাছাইয়ের বিষয়ে খুব খুঁতখুঁতে বলে নাম ছিল। সে-ও তখন হাতে ৩৩টি ছবি নিয়ে বসে ছিল। আমি সেখানে অনেক চিন্তাভাবনা করে ৯-১০টি ছবির জন্য সইসাবুদ করেছিলাম। ভেবেছিলাম বুদ্ধিমানের কাজ করেছিলাম। ভূমি ভেবেছিলাম। নাভিশ্বাস উঠে গিয়েছিল  কাজ করতে করতে। রোজ তিনটে শিফটে কাজ করতে হচ্ছিল। পাগল পাগল লাগত। বাড়ি ফিরে রাতে নিজের ঘরে অঝোরে কাঁদতাম। বুঝতে পেরেছিলাম খুব, খুব বড় ভুল করে ফেলেছি।”

 

 

“এখানেই খারাপের শেষ ছিল না। পরপর ৬টা ছবি ব্যর্থ হল আমার। ব্যস! সংবাদমাধ্যমে লেখালিখি শুরু হল, আমির ‘এক ছবির চমক’। সেসব দেখেশুনে খুব ভেঙে পড়েছিলাম কিন্তু সেকথা অস্বীকারও করিনি। ঠিকই তো বলাবলি হচ্ছিল। ভেঙে পড়েছিলাম...”